skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদন'উমা আসছে',এবার মণ্ডপে বাজবে পুজোর গান

‘উমা আসছে’,এবার মণ্ডপে বাজবে পুজোর গান

Follow Us :

করোনা মহামারী ছোট করে দিয়েছে পুজোর আনন্দের বহর। যেন কাশফুলের গন্ধ অনেকটা কমে গেছে। ঢাকির কাঁধে থাকা বিশাল জয়ঢাক আর হাতে দুই কাঠির মন মাতানো আনন্দ করোনার প্রকোপে অনেকটাই কমে গেছে। পুজোয় নতুন পোশাকের গন্ধ আর ঢাকির কুঁড়েঘরে আনন্দের আলো জ্বলে ওঠে ‘উমা আসছে’ শুনলেই।

আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে সেরা জিৎ এর প্রযোজিত ছবি ‘হরে কৃষ্ণ ‘

এবার ক্রমশ নিভে যাওয়া ঢাকির ঘরের সেই আনন্দের প্রতিচ্ছবি তুলে ধরেছেন স্বল্পদৈর্ঘ্যের এক ছবিতে পরিচালক অরিন্দম গোস্বামী। কুড়ে ঘরে থাকা এক ছোট ছেলে ঢাকি সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে তাদের শোচনীয় পারিবারিক দুর্দশার কথা এ স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘উমা আসছে’ তে সে জানাবে। ঢাকির ঘরের ‘ছোট্ট দেবতা’ বাড়িতে পক্ষাঘাতগ্রস্ত বাবা কে নিয়ে মায়ের সঙ্গে কিভাবে এই করোনাকালে অভাবের মধ্যে দিন কাটাচ্ছে সেটাই এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে ‘ছোট্ট দুর্গা’ দেখতে পাবেন।

ছবিতে ছোট ছেলের ভূমিকায় অভিনয় করেছেন ঈশান ঘোষ, পক্ষাঘাতগ্রস্ত বাবা কণাদ বনিক, মা সিমরান ভট্টাচার্য।’ছোট্ট মা দুর্গা’র ভূমিকায় প্রিয়ংশি বারিককে দেখা যাবে। ছবিটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
চারিদিকে পুজোর গন্ধ এসে গেছে। হাতেগোনা আর কয়েকটা দিন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানেই ঝকঝকে শরতের আকাশ, কাশফুল,একগুচ্ছ প্ল্যান, নতুন নতুন ছবি এবং অবশ্যই নতুন বাংলা গান।

পুজোর গানের ট্রেন এখনো কিছুটা হলেও বেঁচে আছে।এদিকে চারিদিকে বছরের পর বছর থিম পূজার ধাক্কায় পুজো মণ্ডপে পুজোর গান বাজা প্রায় বন্ধই হয়ে গেছে। এক সময় পুজোয় প্রতিবছর নামকরা গায়কদের গান প্রকাশিত হতো। এবং পুজো মণ্ডপে সেই সব গান অবিরাম বাজতো। সেই ফেলে আসা হেমন্ত-মান্না-শ্যামল-কিশোর যুগ পার হয়ে সুমন-সানু- নচিকেতা-অঞ্জন-অমিত- বাবুলদের গান পূজামণ্ডপে শ্রোতারা শুনতে পেতেন। এখন থিম পুজোতে মানানসই সুরে আবহ নির্মাণ করে থিমসং হিসেবে বাজানো হয়। তাই পুজোয় নতুন গান প্রকাশ পেলেও তা আর মণ্ডপে বাজে না। তা প্রায় অচল হয়ে গেছে। শিল্পীরা গান করেন নিজের গরজেই। শোনার সুযোগ তেমন নেই। এবার নাকি সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য পুজোর গান শোনা যাবে শহরের কুড়িটি বড় দুর্গাপুজো মণ্ডপে। মনমোহনের সঙ্গে এই পূজার গানের রেকর্ডে গলা মিলিয়েছেন ঝুমকি সেন। যাদবপুর,হাতিবাগান,নলিনী সরকারের মতন কুড়িটি বড় বড় মণ্ডপে এই গান শোনা যাবে।

পুজোর বাংলা গানের স্বর্ণযুগ না ফিরে আসলে এই উদ্যোগ বাংলা গানের শ্রোতাদের স্মৃতিমেদুর করে তুলবে। ‘তুমি কিছু স্বপ্ন দেখো’ এবং ‘চঞ্চল হলো মন’ এই গান দুটি লিখেছেন কবি শুভ দাশগুপ্ত এবং সংগীত পরিচালনা করেছেন কল্যাণ সেন বরাট। গান দুটি ডিজিটাল মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে মনোময় বলেন,’ছোটবেলায় শুনতাম মাইকে দূর থেকে গান ভেসে আসতো। সেই দিনগুলো খুব মিস করি। পাড়ায় পাড়ায় পুজোর জলসা,বিজয় সম্মেলনী, সবমিলিয়ে সেই দিনগুলো পুজোর আবহকে আরো প্রাণবন্ত করে তুলতো। ভালো লাগছে জেনে যে আবার মাইকে সেই দিনগুলো পুজোর আবহকে জীবন্ত করে তুলবে। পুজোর সময় বাঁচবে পুজোর গান। এছাড়াও ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে রুপংকরের পুজোর নতুন গান ‘দুগ্গা এবার ঘরে’। এই গানের মিউজিক ভিডিওতে সঙ্গী হয়েছেন নীল,বিভান,রাজিব। এই গানটিতে সুর দিয়েছেন রুদ্র সরকার। গানের কথা পার্থসারথি মিত্র ও দেবজয় বিশ্বাসের।

RELATED ARTICLES

Most Popular